ব্রেকিং

x

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০২২-২৩ অর্থ বছরে ১৬০৮ জন ক্রীড়াসেবীকে আর্থিক অনুদান প্রদান করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রবিবার, ২১ মে ২০২৩ | 26 বার

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০২২-২৩ অর্থ বছরে ১৬০৮ জন ক্রীড়াসেবীকে আর্থিক অনুদান প্রদান করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বোর্ড সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বেগম মাহাবুব আরা গিনি এমপি, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০২২-২৩ অর্থ বছরে ১৬০৮ জন ক্রীড়াসেবীকে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: জাহিদ আহসান রাসেল এম.পি।

তিনি আজ রবিবার দুপুরে ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ১৫তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত একটি প্রতিষ্ঠান। তিনি শাহাদাৎ বরণের মাত্র ৯ দিন পূর্বে অসহায় দু:স্থ অস্বচ্ছল ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বঙ্গবন্ধু কণ্যা ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদুরপ্রসারি দিক নির্দেশনা ও উদার সহায়তায় ফাউন্ডেশনের গতিশীলতা বহুগুন বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত চার বছরে ৫০ কোটি টাকা সীডমানি প্রদান করেছেন। উক্ত সীডমানির মুনাফা এবং প্রতিবছর সরকারের রাজস্ব বাজেট হতে প্রাপ্ত অর্থ দ্বারা অধিক সংখ্যক ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা প্রদান ও এককালীন বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরে ১৬০৮ জন ক্রীড়াসেবীর
মধ্যে প্রত্যেককে মাসিক ২০০০ টাকা করে বাৎসরিক ২৪০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করা হবে।

সভায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো প্রবর্তিত “বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’’ প্রদানের জন্য সংবাদপত্র, ওয়েব সাইটসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫ম শ্রেণী হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক ১০০০ টাকা করে বাৎসরিক ১২০০০ এবং একাদশ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ২০০০ টাকা করে বাৎসরিক ২৪০০০ টাকা প্রদান করা হবে। এ বছর ৫০০ শিক্ষার্থীকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

বোর্ড সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বেগম মাহাবুব আরা গিনি এমপি, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মোঃ নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com