ব্রেকিং

x

রাতারাতি কি করে গড়ে উঠলো ভেঙ্গে ফেলা অবৈধ স্থাপনা ?

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | 221 বার

রাতারাতি কি করে গড়ে উঠলো ভেঙ্গে ফেলা অবৈধ স্থাপনা ?
ভেঙ্গে ফেলা অবৈধ অংশ কিসের ক্ষমতায় রাতারাতি ঠিক হয়ে গেল ?

রাজধানীর গোলাপবাগে গত ১৯ নভেম্বর বেলা ৩ ঘটিকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউ)’র ম‍্যাজিষ্ট্রেট জেসমিন আক্তারের উপস্থিতিতে ভেঙ্গে ফেলা হয় ২৭/ই ও ২৯/১ ভবনের অবৈধ অংশ।

প্রতক্ষদর্শী ও এলাকাবাসী জানান ২৭/ই ভবনের যে অংশ ভেঙ্গে ফেলা হয় তা ছিল ভবনের কার পার্কিং এর স্থান। তবে সেখানে কার পার্কিং এর কোন ব‌্যবস্থা নেই, সেখানে ভাড়া দেওয়া হয়েছে “স্বপ্ন” আউটলেট সপ হিসেবে । আর ২৯/১ নং ভবনের যে অংশ বাড়তি ছিল তাও ভেঙ্গে ফেলা হয় । এই দুই ভবনের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার বেশ কিছু দিন পরে কি করে রাতারাতি আবার গড়ে উঠল সেই ভেঙ্গে ফেলা অবৈধ স্থাপনা ?
যার খবর এখনো জানেননা এলাকাবাসী।এলাকাবাসী অনেকেই বলেছে,টাকা দিয়ে অবৈধ কাজও আজ বৈধ করা যায় শুধু সময়ের ব‌্যপার । ভবন মাকিলের সাথে এ ব‌্যপারে কথা বলতে চাইলে কথা বলতে চাননি তিনি ।

Development by: webnewsdesign.com