ব্রেকিং

x

হরেকরকম ফুলের গাছে সজ্জিত হচ্ছে সাত মসজিদ সড়কের বিভাজক

শুক্রবার, ১৯ মে ২০২৩ | 21 বার

হরেকরকম ফুলের গাছে সজ্জিত হচ্ছে সাত মসজিদ সড়কের বিভাজক
হরেকরকম ফুলের গাছে সজ্জিত হচ্ছে সাত মসজিদ সড়কের বিভাজক

হরেকরকম বাহারি ফুলের গাছে সজ্জিত করা হচ্ছে ধানমন্ডির এলাকার সাত মসজিদ সড়কের বিভাজক (মিডিয়ান)।

রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা) ও কাঞ্চন ফুলে সাত মসজিদ সড়কের বিভাজককে সাজিয়ে তুলতে গতকাল (রাত) হতে এসব ফুলের গাছ লাগানো শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

প্রতিটি গাছের মধ্যে ৪-৫ ফুট দূরত্ব রেখে সাত মসজিদ সড়কের মোট ১.৭ কিমি দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতোমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।

সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, “আমরা সাত মসজিদ সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫ শত গাছ লাগানো হবে। আশা করি আগামী ২ দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুলের গাছে সজ্জিত করতে আমাদের কার্যক্রম সম্পন্ন হবে।”

উল্লেখ যে, ১ হাজার ৭ শত মিটার দৈর্ঘ্যের এ সডক বিভাজকে ফুলের গাছ লাগানো এবং সেজন্য প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার ক্রয়ে মোট ১০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় হবে।

Development by: webnewsdesign.com