সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

জিয়া পরিবারের বাইরে ২ আসনে মনোনয়ন পায়নি বিএনপির কেউ

  |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিয়া পরিবারের বাইরে ২ আসনে মনোনয়ন পায়নি বিএনপির কেউ

জিয়া পরিবারের বাইরে এবার বিএনপির কেউ দুই আসনে মনোনয়ন পায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শেষে ঢাকা পোস্টকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এবার কোনো পরিবার থেকে দুইজন নির্বাচনে অংশ নেবে না। আপনার দেখেছেন এবার স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কোনো ছেলে-মেয়ে নির্বাচনে অংশ নেবে না।

তিনি আরও জানান, যেসব আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি, সেই সব আসনে বিএনপির প্রার্থী আসবে। আবার যুগপৎ আন্দোলন শরিকদের থেকেও আসবে।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ ও তার ছেলে মারুফ হোসেন, মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজ আব্বাস এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দুটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এছাড়া, দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তার বেয়াই নিতাই রায় চৌধুরী ২০১৮ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু এবার এসব পরিবারের কেউ দুই আসন থেকে সম্ভাব্য প্রাথমিক তালিকায় মনোনয়ন পাননি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক
মোঃ মাসুদ রানা হানিফ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

৮৯/৭ আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩।

মোবাইল : ০১৯২০-০০৮২৩৪, ০১৯৭০০৯০০০৯

ই-মেইল: dhakarkagoj1@gmail.com