বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | 34 বার

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম
ছবিঃ প্রকৌশলী এস,এম, শহিদুল ইসলাম।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক প্রকৌশলী এস, এম, শহিদুল ইসলাম (২০ আগস্ট ২০২৩) যোগদান করেন । বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮০ সালে দিনাজপুর জিলা স্কুল থেকে এস.এস.সি ও ১৯৮২ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচ.এস.সি এবং ১৯৮৭ সালে তৎকালীন বিআইটি, রাজশাহী (বর্তমান রুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন ।

তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রংপুর কোয়ালিটি কন্ট্রোল বিভাগে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন ।

তাঁর প্রথম কর্মস্থল ছিল দোয়ানি, তিস্তা ব্যারেজ সাইটসহ বোর্ডের বিভিন্ন দপ্তরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩৩ বছর চাকরিকালীন তিনি ইতালী, জার্মানী, ফিলিপাইন ও সিঙ্গাপুরে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেন এবং অর্জিত জ্ঞান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উন্নয়নে সফলভাবে প্রয়োগ করেন ।

প্রকৌশলী এস,এম, শহিদুল ইসলাম ১৯৬৫ সালে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ নগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশণ, বাংলাদেশ (IEB) এর সদস্য।

Development by: webnewsdesign.com