CBIR এর উপদেষ্টা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
CBIR-Center for Bangladesh India Relations এর উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিক চিঠি গ্রহণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মঙ্গলবার CBIR ডিরেক্টর ও কলকাতা টিভি বাংলাদেশ ব্যুরোর সম্পাদক শাহিদুল হাসান খোকন তাঁর হাতে এই চিঠি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সমন্বয়ক শুভাশীষ সমদ্দার,রিসার্চ উইংয়ের প্রধান মোশারফ হোসেন ও ঢাকা মহানগর (উত্তর) সমন্বয়ক আছিফ রহমান শাহীন ।
Development by: webnewsdesign.com