ব্রেকিং

x

বেনাপোল-পেট্রাপোল বন্দরের সমন্বয় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ | 21 বার

বেনাপোল-পেট্রাপোল বন্দরের সমন্বয় সভা অনুষ্ঠিত
বেনাপোল বন্দরে বাংলাদেশ ও ভারতের সমন্বয় সভা। ছবি: সংগৃহীত।

বেনাপোল-পেট্রাপোল বন্দর পর্যায়ের সমন্বয় সভা আজ সোমবার (১১ মার্চ ২০২৪) বেনাপোল স্থলবন্দর, যশোর, বাংলাদেশের আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কমান্ডিং অফিসার (সিও), পেট্রাপোল ইন্টিগারেড চেক পোস্ট (আইসিপি), পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার এবং পেট্রাপোল চেক পোস্টের চিফ ইমিগ্রেশন অফিসার সহ ৪ (চার) ভারতীয় প্রতিনিধি সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হাসান আলী।

বন্দর পর্যায়ের সমন্বয় কমিটির আহ্বায়ক (বেনাপোল স্থলবন্দরের জন্য) মোঃ রেজাউল করিম, পরিচালক (ট্রাফিক) অতিরিক্ত দায়িত্ব, বেনাপোল স্থলবন্দর এবং সমন্বয় কমিটির সদস্য (মনোনীত) মেজর জনাব সেলিমউদ্দোজা, দ্বিতীয় ইন কমান্ড, ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যশোর, সুব্রত কুমার চক্রবর্তী, উপ-পরিচালক, প্লান্ট কোয়ারেন্টাইন স্টেশন, বেনাপোল, মি. ওথেলো চৌধুরী, জেলা প্রশাসক, কাস্টম হাউস, বেনাপোল এবং শফি আহমেদ, পুলিশ পরিদর্শক, ইমিগ্রেশন চেক পোস্ট বেনাপোল বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, রাসাদুল সজিব নাজির, উপ-পরিচালক (ট্রাফিক), মোস্তাক আহমেদ, সহকারী প্রোগ্রামার, আবুল খায়ের, সহকারী প্রকৌশলী, বেনাপোল স্থলবন্দরের উপ-সহকারী প্রকৌশলীরা এবং গোয়েন্দাসংস্থার কর্মকর্তারা।

সমন্বয় সভায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরের দ্বিপাক্ষিক বাণিজ্যিক, অপারেশনাল ও অবকাঠামো নির্মাণ অগ্রগতি সংক্রান্ত সমস্যার সমাধানসহ বেশকিছু সিদ্ধান্ত গুরুত্ব পায়।

Development by: webnewsdesign.com