ব্রেকিং

x

স্বরসতী পূজার আয়োজন নিয়ে মৃৎশিল্পীদের ব্যস্ততা

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ | 110 বার

স্বরসতী পূজার আয়োজন নিয়ে মৃৎশিল্পীদের ব্যস্ততা
রাজধানীর রমনা কালী মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরি করছে মৃত শিল্পের কারিগররা।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা । সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব।

আর মাএ কয়েকদিন পরই দেবী সরস্বতীর মর্তলোকে আগমন। সরস্বতী দেবী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী।  বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত হিন্দুধর্মে তিনি একজন গুরুত্বপূর্ণ দেবীর স্থান অধিকার করে রয়েছেন। সরস্বতী পূজা মানেই হলো আনন্দ উচ্ছ্বাসে কাটানো একটি দিন।

আগামী ১৪ই ফেব্রুয়ারি সরস্বতী পুজা। এই সরস্বতী পুজাকে সামনে রেখে রাজধানীর রমনা কালি মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ। নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত শিল্পীরা ৷ কাজের ফাঁকে মৃৎ শিল্পীদের কাছে পূজোর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তারা জানান, আশা করছি প্রতি বছেরর মতো এ বছরও জাঁকজমক ভাবে পালন হবে সরস্বতী পূজা। হাতে কিছুটা সময় থাকায় মূর্তির চাহিদা কিছুটা কম হলেও আমরা মূর্তি তৈরি করে রাখছি। পূজার দিন ঘনিয়ে আসলে বেশি বিক্রির আশায় আমরা বিভিন্ন ডিজাইনে প্রতিমা তৈরি করছি।

Development by: webnewsdesign.com